• ঢাকা
  • বুধবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রত্নগর্ভা মা সুরাইয়া আহমেদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
ফাউন্ডার কুমকুম ফকির মা সম্মাননা
রত্নগর্ভা মা সুরাইয়া আহমেদ

আমজাদ হোসাইন

"মা" কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
ভিন্ন এক আয়োজনে যেন নতুন প্রাণ পেলো ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উন্নয়ন উদ্যোক্তা সংগঠন। 

ফাউন্ডার কুমকুম ফকির মা সম্মাননা দেবার স্বপ্ন বুনে ছিলো বহু আগে তারই বাস্তব রুপ পেলো  শুক্রবার, ১৭ মে ২০২৪

ফাউন্ডেশনের উদ্যোগে রত্নগর্ভা মা সম্মাননা পেলেন সুরাইয়া আহমেদ।

মিরপুর-১০ এ অবস্থিত রংধনু একাডেমিতে রত্নগর্ভা মা সম্মাননা ও উদ্যোক্তাদের মিলনমেলায় জমকালো আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরজে মৃদুলার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উন্নয়ন উদ্যোক্তার ফাউন্ডার কুমকুম ফকির, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা আসমা আজগর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।সম্মানিত অতিথিরা বক্তব্যের মাঝে সকল মায়েদের প্রতি সম্মান জানান।

রন্ধন শিল্পী হাসিনা আনসারের রত্নগর্ভ মা সুরাইয়া আহমেদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগআপ্লুত হয়েপড়েন এবং সেই সাথে উপস্থিত সকলে মা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারিদিক।

আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে এবং পবরর্তীতে এর ধারাবাহিকতা থাকবে এটাই আশ্বাস দেন কুমকুম ফকির ও সংগঠনের সবাই।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image