• ঢাকা
  • শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আরও ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক করা হবে : স্বাস্থ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম
১৫ হাজার কমিউনিটি ক্লিনিক করা হবে
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে ১৪ হাজার ৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ৬৩টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলমান রয়েছে। আরো ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ এবং উচ্চতর পর্যায়ে রেফার করে থাকে। অসংক্রামক রোগের মধ্যে রয়েছে- উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস ও অটিজম ইত্যাদি।

ডা. সামন্ত লাল সেন বলেন, গ্রামীণ জনগণকে মূলত স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ শনাক্তকরণ ও সীমিত নিরাময়মূলক সেবা প্রদান করে কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া জরুরি ও জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার সংক্রান্ত সেবাদান করে।

তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরো জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image