• ঢাকা
  • শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে
গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন

নিউজ ডেস্ক : ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিনিয়র শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) খানজাহান আলী থানার গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফসহ সিনিয়র শিক্ষকবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেও প্রশাসনিক বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। 

তারা আরও বলেন, ১৭ সেপ্টেম্বর শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি নিয়ে মানববন্ধন করতে গেলে সেসিপ প্রকল্পের কর্মচারীরা অতর্কিতে হামলা চালায়, এতে এক সিনিয়র শিক্ষক মারাত্মকভাবে লাঞ্ছিত হন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। 

বক্তারা আরও প্রশ্ন তোলেন, সেসিপ ও থানা প্রকল্প কর্মকর্তারা কীভাবে রাজস্ব খাতে প্রবেশ করছেন, যা শিক্ষকদের জন্য সংরক্ষিত পদ। 

অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনা করে পদোন্নতির সুযোগ ও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image