• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাইভোল্টেজের তার ছিঁড়ে সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম
হাইভোল্টেজের তার ছিঁড়ে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন

নিউজ ডেস্ক : সিলেটের কুমাগাঁও বিদ্যুৎকেন্দ্রে হাইভোল্টেজের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  জানা গেছে, এতে ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আগুনের সূত্রপাত ঘটে সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ৯টায় কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। আগুন লাগার পরই ওই কেন্দ্রের ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। 

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image