• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিইউজে’র নিন্দা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়
ডিইউজে’র নিন্দা

নিউজ ডেস্ক : এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এক বিবৃতিতে ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন তা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

বিবৃতিতে তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এতে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৪ জন পেশাদার সাংবাদিক গুরুতর আহত হন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image