• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক হাতেম আলী মিয়ার মৃত্যুবার্


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২৭ পিএম
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক হাতেম আলী মিয়া

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শুক্রবার (২৬ এপ্রিল) একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, গৌরীপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাতেম আলী মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। 

পাকিস্তান আন্দোলন ১৯৫২সালের ভাষা আন্দোলন ১৯৭১’র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা করায় ১৯৫৩ সালে কারারুদ্ধ হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ১৯৭০এর নির্বাচনে বিজয়ী হন। মুক্তিযুদ্ধের সময় তিনি তোরা ইয়ুথ ক্যাম্পের পরিচালক ছিলেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অনুগত সহচর হাতেম আলী গৌরীপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দীর্ঘদিন থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাকাল থেকে সাংবাদিকতা করেন। ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image