• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদের ৭টি নাটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৬ এএম
ঈদের ৭টি
নাটক

বিনোদন প্রতিনিধি : ভিন্ন ধাঁচে, ভিন্ন গল্পে ঈদে সাতটি নাটক নিয়ে ‘ঈদ ফেস্ট’ উদযাপন করতে যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট। সোমবার (৮ এপ্রিল) থেকে শুরু করে ঈদের সপ্তাহ পর্যন্ত সাতটি নাটক থাকছে।

ঈদের দিন সন্ধ্যায় থাকছে জিয়াউল হক পলাশ পরিচালিত নাটক ‘সন্ধা ৭টা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ইরফান সাজ্জাদ, চাষি আলম, বাচ্চু, পাভেল, আরফান মৃধা শিবলু, আব্দুল্লাহ রানা, শামিমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, আজাদ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন আসবে ‘স্মৃতিস্মারক’। আশিকুর রহমান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শিবলী নোমান, রিয়া ঘোষ, ফখরুল বাশার, মিলি বাশার, আয়মন শিমলা, নাজমুস সাকিব, মুনতাসির শাহরিয়ারসহ আরও অনেকে।
 
ঈদের তৃতীয় দিন উন্মুক্ত হবে কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘শেষমেষ’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মুনিরা মিঠু, পারসা ইভানা, অনিক, জিল্লুর রহমান, শিমুল, চাষি আলম, সাদিয়া তানজিন, পাভেল, সুমন পাটোয়ারি, ইশরাত জাহিন প্রমুখ।
 
ঈদের চতুর্থ দিন দেখা যাবে মাইদুল রাকিব পরিচালিত ‘আজাইরা কোটা’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, মারজুক রাসেল, চাষি আলম, সিয়াম নাসির, আলাউদ্দিন লাল, পারভেজ সুমন, সুপ্রিয়সহ অনেকে।
 
ঈদের পঞ্চম দিন প্রচার হবে ওসমান মিরাজ পরিচালিত নাটক ‘প্রিয় শত্রু’। এতে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, সিনথিয়া ইয়াসমিন, মুনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চু, শেরতাজ জেবিন, বাশার বাপ্পি প্রমুখ।
 
ঈদের ষষ্ঠ দিন আসবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘ভেঁজা চোখের গল্প’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মাহিমা, জোনায়েদ বোগদাদি, নমিরা আহমেদ, গোলাম কিবরিয়া তানভির, মোমেনা বেগম, শামিম আহমেদ, মারিয়া খান প্রমুখ।
 
এবারও দর্শকরা বেশ সুন্দর সুন্দর গল্পে দারুণ কিছু শিল্প দেখতে পাবে। এই ঈদে সাতটি নাটক প্রচার হচ্ছে। প্রতিটি নাটকই দিন অনুযায়ী সন্ধ্যা ৭টায় ইউটিউবে উন্মুক্ত করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image