• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তথ্যপ্রযুক্তি খাতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বেসিসের লক্ষ্য: রাসেল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৭ পিএম
দেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বেসিসের লক্ষ্য
সভাপতি রাসেল টি আহমেদ

নিউজ ডেস্ক : আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণ করাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) লক্ষ্য বলেছেন, সংগঠনটির বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ।

বুধবার (৮ মে) রাজধানীর গুলশানে অবস্থিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন মিলনায়তনে বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি তুলে দেয়ার ব্যাপারে আইএমএফের চাপ থাকলেও সরকারের নীতিনির্ধারকরা আমাদের অবস্থান সম্পর্কে অবগত আছেন। আমরা আশাবাদী তারা আইএমএফের প্রেসক্রিপশন উপেক্ষা করে আমাদের কর সুবিধা অব্যাহত রাখবেন। কারণ এ মুহূর্তে যদি এ খাতের ওপর করের বোঝা চাপানো হয়, তবে শুধু বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতই বাধাগ্রস্ত হবে না, বরং পুরো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। বেসিসের নেতৃত্বে পুনরায় আমরা  আসলে এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
 
এ সময় টি আহমেদ বলেন, ‘আজকের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার বিশ্বাস। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণ করা। এটা আমাদের মূল এজেন্ডা। ২০৪১ সালের মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের চাহিদাকে আমরা পূরণ করতে চাই। এজন্য সরকার যেন আমাদের পলিসিগত সহায়তা দেয়। আমরা নির্বাচিত হলে সে বিষয়টি নিয়ে কাজ করবো। আমরা যদি এতে সফল হই, তবে এ ইন্ডাস্ট্রিতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি নতুন বিনিয়োগও আসবে।
 
বেসিসের এবারের নির্বাচনে ১১ পদে লড়ছেন তিন প্যানেলের ৩৩ জন প্রার্থী। ‘টিম সাকসেস’, ‘ওয়ান টিম’ ও ‘টিম স্মার্ট’ নামে তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। 'ওয়ান টিম' প্যানেলের নেতৃত্বে আছেন বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ।
 
'ওয়ান টিম' প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সাধারণ সদস্য শ্রেণিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ, ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ ও সৈয়দ আবদুল্লাহ জায়েদ (সহযোগী), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।
 
উল্লেখ্য, ভোট চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবেন বেসিসের এক হাজার ৪৬৪ সদস্য। ভোটে বেসিসের কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে বেসিসের সাধারণ সদস্য শ্রেণি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে একজন করে মোট তিনজন নির্বাচিত হবেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image