দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

Ðîññèÿ. Ðàçâåäûâàòåëüíûé ñàìîëåò RC-135 ÂÂÑ ÑØÀ íàä íåéòðàëüíûìè âîäàìè ßïîíñêîãî ìîðÿ. Äëÿ ïåðåõâàòà öåëè â âîçäóõ áûëè ïîäíÿòû èñòðåáèòåëè Ñó-35ñ è ÌèÃ-31áì èç ñîñòàâà äåæóðíûõ ñèë ÏÂÎ Âîñòî÷íîãî âîåííîãî îêðóãà. Ñíèìîê ñ âèäåî. Ìàêñèìàëüíî âîçìîæíîå êà÷åñòâî. Ïðåññ-ñëóæáà Ìèíîáîðîíû ÐÔ/ÒÀÑÑ

নিউজ ডেস্ক:  দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা। রোববার (১৩ জুন) বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান।

এদিন সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে বিমান।

রোববার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তিনটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।