নিউজ ডেস্ক: আগামী রোববার থেকে সিনেমা হল, জিম, রেস্তোরাঁ এবং খেলাধুলা কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছে সৌদি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার জানা যায়, বিনোদনকেন্দ্র, রেস্তোঁরা, ক্যাফগুলোর ইন্ডোর ডাইনিং খোলা হতে পারে। ।
আরো জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ইভেন্ট ও পার্টিগুলো স্থগিত অব্যাহত থাকবে। এগুলোর মধ্যে রয়েছে বিয়ে, কর্পোরেট সভা, বনভোজন হলগুলোর অনুষ্ঠান এবং সামাজিক ইভেন্ট। দেশটিতে সামাজিক সমাবেশগুলো সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
করোনা মহামারির কারণে ৩ ফেব্রুয়ারি থেকে দেশটির বিনোদনমূলক কার্যক্রম স্থগিত করেছিল সরকার। ২০ ফেব্রুয়ারি স্থগিতাদেশ ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছিল।
কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি সরকার।
ঢাকানিউজ২৪.কম