নিউজ ডেস্ক: চেয়ারম্যান ছাড়া চলছে প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলের এ্যাক্ট অনুযায়ী অ্যাপীলেট বোর্ডের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে চেয়ারম্যান করে গঠিত হয় । প্রেস কাউন্সিলের সচিব যুগ্মসচিব মো: শাহ আলম জানান গত ১০ ডিসেম্বর থেকে পদটি শুন্য রয়েছে।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ২ বছর মেয়াদ শেষ হ্ওয়ায় গত ১০ ডিসেম্বর ২০২০ থেকে পদটি শূন্য রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি দুই বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে থাকেন। বিচারপতি মমতাজ উদ্দিনের বিদায়ের পর এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি।
এদিকে দীর্ঘদিন চেয়ারম্যান পদটি শুণ্য থাকায় প্রেস কাউন্সিলের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে প্রেস অ্যাপিলেট বোর্ডের কাজ।
সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ঠ সম্পাদক ও সাংবাদিকরা মনে করেন গুরুত্বপূর্ন এ বিচারিক পদে দ্রুত নিয়োগ প্রদান করা উচিত। অন্যথায় সংবাদপত্র শিল্পে সমস্য আরো বৃদ্ধি পাবে ।
ঢাকানিউজ২৪.কম