নিউজ ডেস্ক: ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ও তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বুধবার, ৩ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিলো। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পরবর্তী এ দিন ধার্য করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ডা. সাবরিনার দুই এনআইডিতে স্বামীর নাম দুরকম উল্লেখ আছে। একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স কম দেখানো হয়েছে। বর্তমান তার দুটি এনআইডি-ই ব্লক করে দেয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বছর ৩০ আগস্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন সাবরিনা।
ঢাকানিউজ২৪.কম