জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রিক পদ্ধতিতে প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কুড়িগ্রাম আজ মঙ্গামুক্ত। কুড়িগ্রাম আর কুঁড়ে গ্রাম নাই। ক্ষমতায় আসার পরে কুড়িগ্রামবাসীর উন্নয়নে কাজ করেছি। ধরলার উপর দুটি সেতু করে দিয়েছি। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে, চিলমারীতে স্থল বন্দর হবে। কুড়িগ্রাম বর্তমানে উন্নত এক জেলার নাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারি।
উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার জান্নাত আরা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম