নিউজ ডেস্ক: ভারতের কাছ থেকে পাওয়া উপহারের ২০ লাখ টিকা বুঝে পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বেলা দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
উপহারের এসব টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত। এই টিকা ভারতের এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে আজই বাংলাদেশে আসে।
আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমান অবতরণ করে।
অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না। এমনটা জানিয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকা দেয়া শুরু হবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
ঢাকানিউজ২৪ডটকম