নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে।
মঙ্গলবার শিক্ষা নিয়ে গবেষণা করা বেসরকারি সংস্থা গুলোর মোর্চা গণ সাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ ২০২০-২১ সমীক্ষার অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণার এ তথ্য তুলে ধরেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।
৭৫ শতাংশ শিক্ষার্থী চাইছে দ্রুত ক্লাসে ফিরতে, ৭৬ শতাংশ অভিভাবক ও ৭৩ শতাংশ জেলা শিক্ষা কর্মকর্তা চাইছেন- স্কুল খুলে দেয়া হোক। আর ৫৮ শতাংশ শিক্ষক ও ৫২ শতাংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সতর্কতার সঙ্গে স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন।
মোট ২ হাজার ৯৯২ জন উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৭০৯ জন শিক্ষার্থী (ছেলে ও মেয়ে সমসংখ্যক), ৫৭৮ জন শিক্ষক, ৫৭৬ জন অভিভাবক রয়েছেন। এছাড়াও জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এ সমীক্ষায় নিজেদের মত দিয়েছেন।
ঢাকানিউজ২৪ডটকম