নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার নগর ভবনে ঘুড়ি উৎসব সাকরাইন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তার অনুসারীদের তিনি এ কথা বলেন।
তাপস বলেন, তাকে না জানিয়ে কয়েকজন অতি উৎসাহী আইনজীবী মানহানির এই মামলা করেছেন। এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এই মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ওই আইনজীবীদের। ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি নিজে মামলা করবেন বলে জানালেন।
ঢাকানিউজ২৪ডটকম/এসডি