নিউজ ডেস্ক: ক্যাপিটাল হিলে হামলার আগে ট্রাম্পের দেয়া ভাষণ উত্তেজনাকর কিছু ছিল না। সেদিনের ভাষণ সঠিক ছিল। মঙ্গলবার টেক্সাস যাওয়ার আগে অ্যান্ড্রুজ বিমান ঘাটিতে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমি বহুবার আমার ভাষণ শুনেছি। মিডিয়ায় দেখেছি। সব ঠিক আছে। কোনো ভুল দেখছি না। যারা দাঙ্গা করেছে তারা উগ্রবাদী ডানপন্থী। ক্যাপিটাল হিল আক্রমণে ট্রাম্প দাঙ্গাবাজদের উসকানি দিয়েছিল। এর জবাবে এ কথা বলেন ট্রাম্প।
ডেমোক্রেটরা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছে। সাংবাদিকদের এই প্রশ্নে জবাবে ট্রাম্প একে হাস্যকর বলেন।
প্রসঙ্গত আগামী বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন নিয়ে প্রস্তাব আনা হবে। সেখানে ওই প্রস্তাব পাস হয়ে সিনেটে এ দাবি গেলে সেখানে ভোট হবে। সেই ভোটে দুই তৃতীয়াংশ সিনেট সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।
সেক্ষেত্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দায়িত্ব নিতে পারেন। যদিও মাইক পেন্স এসবের পক্ষে নন বলে কংগ্রেস সদস্যদের জানিয়ে দিয়েছেন।
সূত্র বিবিসি, আল জাজিরা
ঢাকানিউজ২৪ডটকম/এসডি