নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার সন্ধ্যায় এক ওয়েবিনারে মিটিংয়ে তিনি এই প্রতিক্রিয়া দেন।
জয় বলেন, যারা জাতির জনকের ভাস্কর্যে হাত দিয়েছে, তারা স্বাধীনতার চেতনায় হামলা করেছে। এটা হতে দেয়া যায় না। একাত্তর সালে ছিল জামায়াত এখন হেফাজত। এদের মোকাবিলা আমরা করবই।
তিনি আরো বলেন, এক শ্রেণির লোক দেশকে পিছিয়ে দিতে চাইছে। তারা দেশকে আফগানিস্তান বানাতে চায়। সেটা আমরা হতে দিতে পারি না। তাদের আফগানিস্তান পছন্দ হলে সেখানে চলে যাক। মৌলবাদী শক্তিকে আমাদের মুছে দিতে হবে।
ঢাকানিউজ২৪ডটকম/এসডি