জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে এখলাস আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা। গত ২৪ ঘন্টায় পাঁচবিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী উত্তর গোপালপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
এ বিষয়ে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযানিক দল পাঁচবিবির বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উত্তর গোপালপুর এলাকা থেকে এখলাস নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪২৬ পিচ ব্রুপেনোরফিন ইঞ্জেকশন ও ১০ পিচ ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ব্রুপেনোরফিন ইঞ্জেকশন ও ওয়াইন পার্শবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসিতেছিল।
ঢাকানিউজ২৪ডটকম/প্রিন্