গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর শহরে ভালুকা এলাকায় অভিযান চালিয়ে ৩শ লিটার মদ তৈরীর উপকরন (জাউয়া) ও ৪০ লিটার চোলাই মদসহ ফুলকুমারী (৪০) নামে স্থানীয় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে গৌরীপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, পৌর শহরে ভালুকা এলাকার ঋষি বাড়ির মাদক ব্যবসায়ী মৃত কৃষ্ণ চন্দ্র রবিদাসের স্ত্রী ফুলকুমারী দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
অভিযোগ পেয়ে গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফুলকুমারীর বাড়ি থেকে চোলাই মদ ও মদ তৈরীর উপকরন জব্দ করে। এসময় মাদক ব্যবসায়ী ফুলকুমারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাদক আইনের মামলায় কোর্টে প্রেরণ করা হয়।
প্রিন্স, ঢাকা