গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামে শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শাকিল মিয়া (১৩) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। নিহত শাকিল ওই গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে শাকিল মিয়া গাছে চড়ে ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে গেলে পার্শ্ববর্তী পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে কাঁঠাল গাছটির স্পর্শ হয়। এতে শাকিলও বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রিন্স, ঢাকা