নিউজ ডেস্ক: স্বাস্থ্যখাতের চলমান উন্নয়ন কর্মসূচিগুলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নির্দিষ্ট মেয়াদে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, গত পাঁচ বছর সরকার কাজ করেছে বলে মানুষ রাজধানী থেকে গ্রাম পর্যন্ত আধুনিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। এই ধারাহিকতা অব্যাহত রাখতে সব কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠার পরিচয় দিতে হবে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বেশকিছু প্রকল্পের কাজ শেষ পর্যায়ে এবং উদ্বোধনের অপেক্ষায় থাকায় স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। যেসব প্রকল্প ধীরগতিতে চলছে, সেগুলোর কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মন্ত্রী সংশ্নিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।