হিলি প্রতিনিধিঃ শনিবার বিকালে দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার মংলাতে রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি।
পরে সাতকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে খট্টা মাধবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এক আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উপর বক্তব্য রাখেন মাননীয় এমপি।
সভায় আরো বক্তব্য রাখেন হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো: জামিল হোসেন চলন্ত, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র এএসপি আখিউল ইসলাম, উপজেলা আঃলীগ সভাপতি এমদাদুল হক চৌধরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, হাকিমপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, হাকিমপুর পৌর আঃলীগ সাধারন সম্পাদক মো: হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম লিটন, যুবলীগের সাধারন সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কাহের উদ্দিন মন্ডল, পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিম, প্রমুখ।
প্রিন্স, ঢাকা