ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফানুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।চাচা চাঁন মিয়া (৪৫) এবং ভাতিজা মিস্তারুল মিয়া(২৭)।
২মে বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে এ মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে। ঈশ্বরগঞ্জ থানা এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ি থেকে মাছের খামারে বিদ্যুতের লাইন নিতে গেয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন চাচা চাঁন মিয়া। এসময় তাকে বাঁচাতে গিয়ে ভাতিজা মিস্তারুলও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তী তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার চাচা,ভাতিজাকে মৃত ঘোষণা করেন।চাচা-ভাতিজার এ অপমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রিন্স, ঢাকা