নিউজ ডেস্ক: মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে উ উইন মিয়ন্ত শুক্রবার শপথ গ্রহণ করেছেন। উ উইন মিয়ন্ত দেশটির ডি ফ্যাক্টো অং সাং সূচির খুব অনুগত হিসেবে পরিচিত। তাকে দেশে শান্তি, আইনের শাসন ও সংহতি প্রতিষ্ঠার জন্য নিয়োগ দেয়া হয়েছে। ৬৬ বছর বয়সী উইন এর আগে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আজ শপথ নেন তিনি।
এছাড়া দুজন ভাইস প্রেসিডেন্টও একইসঙ্গে শপথ নিয়েছে। যার মধ্যে প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিয়ন্ত সোয়ি; যিনি সেনাবাহিনী কর্তৃক মনোনীত। আর নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়ো, পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রতিনিধি।