সিলেট বু্্যরো :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে বড়ো অঙ্কের আমেরিকান ডলার হাতিয়ে নেয়া হয়েছে।
আমেরিকায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে এই টাকা হাতিয়ে নিয়েছে একটি আন্তর্জাতিক প্রতারক চক্র।
কয়েক দফায় নেয়া সেই টাকার পরিমাণ ৫ হাজারের উপরে বলে জানিয়েছে পুলিশ।
এই প্রতারণার সাথে জড়িত দাবি করে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ ।
গত ২৯ মার্চ হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে আটক করে পুলিশ ।
এসএমপির মুখপাত্র এবং অতিরিক্ত উপ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব আটকের কথা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নাম ডনাটস এমেকা ওনিজিউবা।
তবে আটক ব্যক্তি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে শাহপরান থানায় বিশেষক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০।