নূরানী জান্নাত নূপুর
তোমার মাঝে ডুবে থাকি দিবানিশি
ভালোবাসি যে তোমায় একটু বেশি।।
তোমার সামান্য অবহেলায়ও মরি রোজ
সবটাতেই যেনো তোমায়ই করি খোঁজ।।
বাসে ভালো তোমায় হয়তো অনেকেই
তাদের মাঝেও জানি খোঁজ আমাকেই।।
তুমি ছাড়া বিষাদের নামে বর্ষণ
কষ্ট যেন আমায় করে শোষণ।।
ভালোবেসে তোমায় লিখি আমার কবিতায়
প্রেমাস্পর্শে চুম্বন করি তোমার ছবিটায়।।
তোমার মাঝে নিজেকে করেছি বিলীন
লোকে বলে আমি নাকি আমিত্বহীন।।
জানো, তবুও ফেলি না একটুও দীর্ঘশ্বাস
আমি তোমাতেই যে করি বসবাস।।
জীবনে তোমাকে ছাড়া করিনা কিছু আশা
তাইতো তোমার প্রেম স্রোতে ভাসা।