অনলাইন সংস্করণ : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজের এ আদেশ দেন।
আদালত বলেন, কোটা পদ্ধতি সংস্কারের একমাত্র এখতিয়ার সরকারের। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুঁইয়া গত ৩১ জানুয়ারি রিট আবেদনকারীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে সংস্কার চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট এ রিট খারিজ করে দিল।