এস. এম. আরিফুজ্জামান
বিভাগীয় প্রধান, স্কুল অব বিজনেস,
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
মুজিব মানে স্বাধীনতা,
মুজিব মানে স্বনির্ভরতা।
মুজিব মানে গরীব দুঃখীর মুখের হাসি,
মুজিব মানে কৃষকের সুরেলা বাঁশি।
মুজিব মানে বৈষম্যের অবসান ,
মুজিব মানে জনতার জয়গান।
মুজিব মানে স্বাধীনতার গান গাওয়া,
মুজিব মানে শোষন থেকে মুক্তি পাওয়া।
মুজিব মানে বিদায় সব বিদ্বেষ,
মুজিব মানে আমাদের এই বাংলাদেশ।