পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে রাজু ফরাজি(২০)নামে এক মাদক ব্যবসায়িকে১২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। রবিবার(১৩ আগষ্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর মিঠাখালী ফরাজি বাড়ির সম্মূখ সড়ক হতে ওই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে পুলিশ ১২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত রাজু উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম ফরাজির ছেলে। থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজু পেশাদার একজন মাদক ব্যবসায়ী । পুলিশ ক্রেতা সেজে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক বিপ্লব কুমার মন্ডল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।