লক্ষীপুর প্রতিনিধি : ‘শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ’ এ শ্লোগান সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস-২০১৭ পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি সরকারী মহিলা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম ও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার নিজাম উদ্দিন সোহেল, কম্পিউটার প্রশিক্ষক আবুল কাসেম, আইরিন সুলতানা ও ইসমাইল হোসেন প্রমুখ।