স্টাফ রিপোর্টার : দরিদ্র , অসহায় ও দুস্হদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে ১২টি রিক্সা বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর কড়াইল বস্তি ও সাততলা বস্তির হতদরিদ্র মানুষের মাঝে এ রিক্সা বিতরণ করা হয়।
মহাখালী টিএনটি কলোনী মাঠে রিক্সা বিতরণ করেন ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ ও আবেদ মনসুর ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবেদ মনসুর। তিনি বলেন, কেউ দরিদ্র হয়ে জন্মায়না, পরিবেশ পরিস্থিতি তাদের এ পথে নিয়ে যায়। সমাজের বিত্তবানরা যদি এভাবে একটু এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে দারিদ্রতা অনেক কমে যাবে।
তিনি আগামীতে এমন অসহায় মানুষের দুঃখ-দূর্দশায় পাশে থাকার আশ্বাস দেন। কড়াইল বস্তির জাকির হোসেন রিক্সা পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে বলেন, নিজের একটি রিক্সা হবে এটা আমার স্বপ্ন ছিলো আজ তা পূর্ণ হলো। আমি এখন নিজের রিক্সায় উপার্যনের টাকায় খরচ চালাইতে পারবো।
এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদারসহ তিতুমীর কলেজের শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।