নিউজ ডেস্ক : আগামী ২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ছয় দলের সাথে ঈদের আগে সংলাপ শেষ করা হবে।
গতকাল ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু বাসসকে জানান, ঈদের আগে নির্বাচন কমিশন ২৪ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বেলা ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বেলা ৩টায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বেলা ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাথে বসবে।
তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকার শেষ দিক থেকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ যারা তালিকার শেষে রয়েছেন তাদের আগে ডাকা হচ্ছে।
প্রতিদিন দু’টি দলের সাথে সংলাপ হবে। প্রতি দলের ১০ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।