নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ু ওহা জানিয়েছেন, পরমাণু অস্ত্র ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চাই আমরা। চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল।
তবে আলোচনা স্বাভাবিক প্রক্রিয়ায় হতে হবে বলে জানিয়েছেন তিনি। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় আলোচনার প্রস্তুতির কথা জানালো দক্ষিণ কোরিয়া।
ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি দক্ষিণ কোরিয়া।