বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গাঁজা ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী জোৎসনা বেগমকে (৩৮) আটক করেছে র্যাব। ধৃত ওই নারী চান্দিনা উপজেলার কাশিমপুর (পশ্চিমপাড়া) গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ কুমিল্লা কার্যালায়ের অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার কাশিমপুর গ্রামের খলিলুর রহমান (৪০) এর বাড়ীতে অবৈধ মাদক কেনাবেচার জন্য ৫২ কেজি গাঁজা, ১৫৪ বোতল ফেন্সিডিল মজুদ রাখা হয়। খবর পেয়ে র্যাবের একটি দল ওই বাড়ীতে অভিযান চালিয়ে খলিলুর রহমানের রান্না ঘরের পাশে একটি গর্তের ভিতর ড্রাম ও বস্তায় রক্ষিত অবস্তায় ৫২ কেজি গাঁজা, ১৫৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৯ হাজার ৫শ’ টাকাসহ মাদক সম্রাজ্ঞীখ্যাত জোৎসনা বেগমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।