নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল চলচ্চিত্র বিষয়ক দেশের সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এদিন ২০১৫ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়। এবার আজীবন সম্মাননা যৌথভাবে পান অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।
পুরস্কারপ্রাপ্তির পর মঞ্চে বক্তব্য দিতে এসে আপ্লুত হয়ে পড়েন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।
বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক একটি ঘটনার স্মতিচারণ করতে গিয়ে এ অভিনেত্রীর চোখ সিক্ত হয়ে উঠে।
কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন এই তো সেদিন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী দু’হাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি, তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন, তা সমস্ত শিল্পীর, শিল্পের। তিনি অসুস্থ পরিচালকের (আজিজুর রহমান) পাশে দাঁড়িয়েছেন।
দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকা প্রবাসী শাবানা বক্তব্যের শুরুতে বলেন আমি যাদের জন্য শাবানা, আজকের এ পুরস্কার তাদের। আমাদের চলচ্চিত্র আজ সংকটে। কিন্তু যেকোনও সংকটের মাঝে লুকিয়ে থাকে সমাধান। যখন আামাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন তখন কোনও সংকটই থাকতে পারে না। প্রবাসে থাকলেও আমি জ্ঞাত হয়েছি, তিনি বাংলাদেশের জন্য সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট করেছেন। বিপুল অর্থের মাধ্যমে বিএফডিসি আধুনিকায়ন করেছেন। তিনি ফোর-কে রেজুলেশনের প্রজেক্টরের ব্যবস্থা করছেন। যেখানে বিশ্বের অনেক দেশে এখনও টু-কে রেজুলেশন ব্যবহার করা হয়। আমি তাকে সাধুবাদ জানাই।
বিকাল সাড়ে চারটা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা প্রদান করেন।
এবারের সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ সর্বাধিক ৯টি বিভাগ জয়লাভ করেছে বাপজানের বায়োস্কোপ । বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এবার যুগ্মভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পান ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’।