ময়মনসিংহ ব্যুরো :
শিক্ষা জাতীয়করণ চাই, বার্ষিক ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্নাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ সকল দাবী আদায়ের লক্ষে এম.পিও ভুক্ত বেসরকারী শিক্ষক / কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা কল্যাণ ট্রাষ্ট্রের ১০% (অতিরিক্ত ৪%) কর্তনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ১২ জুলাই সকাল ১১টায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ শাখার আঞ্চলিক সম্পাদক দুকুল চন্দ্র দেব, জেলা শাখার সভাপতি মোছা: শামসুন্নাহার বেগম, সাধারন সম্পাদক মো: চাঁন মিয়া, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতা অধ্যক্ষ শফিকুল হায়দার মুকুল, অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, অধ্যক্ষ নিহার রঞ্জন রায়, অধ্যক্ষ একেএম ফজলুল হক, অধ্যাপক সালাহ উদ্দিন মাহমুদ, অধ্যাপক হাসান ইমাম, অধ্যাপক রাখাল চন্দ্র বর্মন, এফ এম রফিকুল ইসলাম, অধ্যাপক আ: রব দেওয়ান, শিক্ষক সমিতি নেতা মো: দুলাল মিয়া, মো: রফিকুল ইসলাম, এম এ মোতালেব, গোলাম হক প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল করে। মিছিলটি শহরের কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃবৃন্দ বলেন, বেসরকারী শিক্ষক/কমচারিদের দীঘদিনের নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে যখন ন্যায়সঙ্গত দাবি বাষিক ৫%বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা,পূর্ণঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া সহ শিক্ষা জাতীয়করণ দাবী বাস্তবায়নের পথে সেই অবস্থায় এমন একটি হটকারী সিদ্ধান্ত শিক্ষক /কর্মচারী সমাজ মেনে নিবেনা ।