নিউজ ডেস্ক: পুরান ঢাকার গেন্ডারিয়ার ঢালকা নগর নামের মসজিদের পাশের একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এরমধ্যে দুইজন শিশু। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৭/বি ঢালকা নগরে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দগ্ধদরা হলেন- আলেয়া বেগম (৫৫), মেয়ে শহিদা বেগম (৩০), শহিদার স্বামী শরীফুল ইসলাম (৩৫), তাদের দুই সন্তান শরীফা (১৩) ও শুভ (০৮), আলেয়া বেগমের আরেক মেয়ে শাহনাজ (৩৫), তার স্বামী আলী আকবর (৫০)। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধদের মধ্যে শরীফুলের শররের ৪৫ ভাগ, আলেয়া বেগমের ৩৩ ভাগ, মেয়ে শাহনাজের ৩৫ ভাগ ও শহিদা বেগমের শররের ২৫ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কা জনক।