রনজিত কুমার শীল, চট্টগ্রাম: সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তাদের আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলো- মো.আলমগীর হোসেন (৫৫) ও মো. শফিক মোল্লা (৬২)।
ফেনসিডিল বহনকারী ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কুমিল্লা থেকে ছেড়ে আসা ট্রাকটি চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছিল উল্লেখ করে তিনি বলেন, এসব ফেনসিডিল নগরীর বিভিন্ন এলাকা বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।