• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্যার্তদের পাশে দাঁড়াতে এক দিনের বেতন দিবেন চবির শিক্ষক সমিতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম
বন্যার্তদের পাশে দাঁড়াতে এক দিনের বেতন দিবেন
চবির শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি : সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হওয়াতে মানবিক বিপর্যয়সহ নানা ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিক্ষকদের এক দিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত এক জরুরী সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন,  দেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা গতকাল চবি শিক্ষকরা ১ দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেলে এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হবে।সেখানে আমরা বিস্তারিত সিদ্ধান্ত নিবো।' 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. বি. এম. আবু নোমান বলেন, ' সভায় সকলের সর্বসম্মতিক্রমে বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য আমরা ১ দিনের অর্থ প্রদান করবো। চলতি মাসের বেতন পেলে সেখান থেকে ১ দিনের সমপরিমাণ অর্থ কর্তন করে বানবাসী মানুষের পাশে দাঁড়াবো। তবে সে অর্থটা আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিবো নাকি অন্য কোথাও দিবো সে বিষয়ে আজকে বিকাল ৫ টার সময় অনলাইনে এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।'

এক দিনের সমপরিমাণ অর্থ  আনুমানিক ১৪ লক্ষ টাকার মতো হতে পারে বলে জানান শিক্ষক নেতারা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image