• ঢাকা
  • শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে ৯ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৫৮ পিএম
রাজধানীতে, ৯ কোটি টাকা, মূল্যের, খাস জমি, উদ্ধার
ঢাকা জেলা প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত খাস জমি।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার কদমতলী এলাকায় অবস্থিত প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭.০ শতক খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই জমি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে, মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ৭৮১৫ নং দাগের জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই জমি অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন।

অভিযান পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। জমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযানে মতিঝিল রাজস্ব সার্কেলের কানুনগো, ভূমি সহকারী কর্মকর্তা, কদমতলী থানার কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসন অবৈধ দখল থেকে সরকারি জমি উদ্ধার ও সংরক্ষণে সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image