• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩০ এএম
জাবিতে, আন্দোলনকারী, শিক্ষার্থীদের, ওপর ছাত্রলীগের, হামলা
ছবি - ভিডিও থেকে নেওয়া।

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আবারও হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি হাতে তাদের ওপর হামলা চালায়।

ঘটনাস্থল থেকে আন্দোলনকারী শিক্ষার্থী মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আমাদের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল।

'এর প্রতিবাদে ও বিচার দাবিতে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলাম। রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও লাঠি হাতে আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা এখন ভিসির বাসভবনের ভেতরে অবস্থান নিয়েছি,' বলেন তিনি।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ হিল কাফী গণমাধ্যমকে বলেন, 'আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।'

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image