• ঢাকা
  • শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুনামগঞ্জে বন্যায় সড়কে উঠে গেছে পিচ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫০ এএম
সুনামগঞ্জে বন্যায়
সড়কে উঠে গেছে পিচ

নিউজ ডেস্ক : পাহাড়ি ঢল ও বন্যার পানি নেমে গেছে সুনামগঞ্জে। তবে প্রতিটি গ্রামীণ সড়ক পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়ে গেছে। পানির প্রবল স্রোতে সড়কের পিচ ওঠে ইটের কংক্রিট বের হয়ে আছে।

বুধবার (২৬ জুন) সকালে সদর উপজেলার অচিন্তপুর বৈঠাখালী বড়ঘাট কুতুবপুর সড়কে, গৌরারং ইউনিয়নের লালপুরে গিয়ে এমন ক্ষতচিহ্ন দেখা যায়। প্রায় ৮ কিলোমিটার সড়কের ৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, বন্যায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, তাহিরপুর বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ সড়কের ৫ কিলোমিটার আংশিক বিধ্বস্ত হয়েছে। অনেক সড়কের গার্ড ওয়াল নষ্ট হয়ে গেছে। সড়কের ক্ষতি চার কোটি টাকা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর জানায়, বন্যার তাদের ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬টি সড়কে ৭০টি ব্রিজ কালভার্ট সেতুর সংযোগসড়ক নষ্ট হয়ে গেছে। এক কিলোমিটার সড়ক ওয়াশ আউট হয়ে গেছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আশা করি পরিস্থিতির আরও উন্নতি হবে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে। আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা, যাদুকাটা, চলতি রক্তি, বৌলাইসহ সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image