• ঢাকা
  • শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রমিক দিবসে রিকশা শ্রমিকদের র‍্যালি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৬ এএম
শ্রমিক দিবসে
রিকশা শ্রমিকদের র‍্যালি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি করেছে রিকশা শ্রমিকরা। বুধবার (১ মে) সকালের দিকে রিকশা-ব্যাটারি, রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি লক্ষ্মীপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বাজার রোড হয়ে পূনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

শ্রমিক দিবসে বক্তব্য রাখেন রিকশা-ব্যাটারি, রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা কমরেড এম এ মজিদ, সভাপতি এ্যাডভোকেট মিলন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ, দপ্তর সম্পাদক ফারভেজ মোশাররফ ও সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অতিদ্রুত ব্যাটারি চালিত যানবাহনকে বিআরটিএয়ের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনতে হবে। ইজিবাইক চালকদের হয়রানি ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং ব্যাটারী চালিত ইজিবাইক ও রিকশা চলাচলের জন্য আলাদা লেনসহ সুনির্দিষ্ট স্ট্যান্ড নিশ্চিত করতে হবে। এতে করে যাত্রীদের সুবিধা হবে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image