• ঢাকা
  • রবিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া হবে না: গুতেরেস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৪ পিএম
জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

নিউজ ডেস্ক:  লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এ সময় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। 

সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ—একটি ভুল হিসাব— বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে…সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে।’

এসময় তিনি আরও বলেন, ‘আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর কয়েক হাজার লেবানিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলেছেন, ‘নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যেকোনো বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে।’

গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা কমাতে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই জোর গলায় এবং স্পষ্টভাবে বলতে হবে, অবিলম্বে সংঘাত কমানো কেবল সম্ভবই নয়, বরং এটি অপরিহার্য।’ এই সমস্যার ‘কোনো সামরিক সমাধান নেই।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image