• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঠাকুরগাঁওয়ে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
ঠাকুরগাঁওয়ে বিএসএফ'র গুলিতে
বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর গুলিতে মোঃ রাজু (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ জুলাই) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী ফতেহপুর মালদাইয়া পাড়া গ্রামের মো.হাবিবুর রহমান হবির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পলাশবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির জানান, শুক্রবার ভোর রাতে রাজুসহ ৮-১০ জনের একটি দল অবৈধভাবে নাগরভিটা সীমান্তে ভারতের অভ্যন্তরে১৫২তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে গরু আনতে যান। এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ'র সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজ মারা গেছে। বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image