• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্যারিস অলিম্পিক্সে যৌনতা আটকাতে বিশেষ বিছানা!


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
প্যারিস অলিম্পিক্সেও থাকছে সেই বিছানা
প্যারিস অলিম্পিক্স

নিউজ ডেস্ক:  টোকিয়ো অলিম্পিক্সে বিশেষ বিছানা তৈরি করেছিলেন আয়োজকেরা। যে বিছানায় প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারবেন না। এ বছর প্যারিস অলিম্পিক্সেও থাকছে সেই বিছানা।

তিন বছর আগে টোকিয়োয় এই ধরনের বিছানা থাকায় আপত্তি করেছিলেন প্রতিযোগীরা। তাঁদের অভিযোগ, এই ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে। কিন্তু প্যারিস অলিম্পিক্সের আয়োজকেরা সে দিকে কান দেননি।

অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁরা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন। সাভিলেদের দেখা যায় বিছানার উপর লাফাতে, অনুশীলন করতে। তাঁরা ভিডিয়ো পোস্ট করে লেখেন, “গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি।

আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘানও তাঁর বিছানা পরীক্ষা করেছেন। তিনিও বিছানার উপর লাফান। মাটিতে থেকে লাফিয়ে ওঠেন বিছানায়। 
তার পরেই বিছানা পরীক্ষা করেন আইরিশ প্রতিযোগী। তিনি বলেন, “প্যারিস অলিম্পিক্সে ‘যৌনতা বিরোধী বিছানা’র খবর অসত্য।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image