• ঢাকা
  • সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভবন তৈরির জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের অকালে মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২৫ এএম
ভাই-বোনের অকালে মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্স

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বসতঘরের পাকা ভবন নির্মাণে পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়।

গতকাল শনিবার (১১ মে) রাত ৯টার দিকে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তাহিয়া ও আবদুল্লাহ রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের চাকরিজীবী হেলাল উদ্দিনের সন্তান। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকায় হঠাৎ করে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়।

গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। দুপুরের দিকে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়।

বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও আবদুল্লাহ ডুবে যায়।

নিহতদের বাবা হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান বলেন, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তিনি এলে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রামগতি চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। কিছু বলার ভাষা নেই। নিহতদের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। দুর্ঘটনাটি সবার হৃদয়ে আঘাত করে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image