জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়েছে। কবিপত্নী কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের ৮৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব সংবাদ সম্মেলন করে এ পুরস্কারের জন্য ২০২৪ সালের বিজয়ী লেখকের নাম ঘোষণা করেছে।
৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় সৈয়দ হক মঞ্চে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, এবছর যৌথভাবে এই পুরস্কার বিজয়ী হয়েছেন ‘সবুজ মানুষ রহস্য’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক নিলয় নন্দী ও ‘অক্সিজেন’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক আখতারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এ পুরস্কারের শুভ উদ্বোধন করেছিলেন। ২০২১ সালে এ পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ এবং ২০২২ সালে পেয়েছেন স. ম. শামসুল আলম ও ২০২৩ সালে এ পুরস্কার পেয়েছেন রমজান মাহমুদ ও দিলরুবা নীলা।
এছাড়াও পুরস্কার প্রদান অনুষ্ঠানে কল্যাণকর কাজের স্বীকৃতি স্বরূপ পাঠাগারের পক্ষ থেকে গুণিজন সম্মাননা প্রদান ও গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগারের শ্রেষ্ঠ পাঠককে পুরস্কারও প্রদান করা হয়ে থাকে। এ বছর গুণিজন সম্মাননার জন্য বিবেচিত হয়েছেন পাঠাগার সংগঠক জয়নাল আবেদীন। পাঠাগারের শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূজা রানী।
আগামী ২৭ ডিসেম্বর সৈয়দ শামসুল হকের জন্মদিনে সৈয়দ হক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী লেখকগণের হাতে এ পুরস্কারের আর্থিক মূল্য কুড়ি হাজার টাকা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হবে বলে জানানো হয়। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক।