নিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার চলতি বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি।
অ্যাম্বাসির কাউন্সিলর শাহ আলম খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
এক ঘোষণাপত্রে মেয়র বাউজার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলায়’ রূপান্তরিত হচ্ছে।